Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হার্ট অ্যাটাকের শিকার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে পরিবারের আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২২, ০৩:০৭ PM
আপডেট: ১১ জুন ২০২২, ০৩:০৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার দল ও পরিবার। অতিদ্রুত সাবেক এ প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবি খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলামের। শনিবার দুপুরে তারা কাছে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়া বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসকেরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। তখন থেকেই তার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। সকালে তারা বৈঠক করেছেন।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা খালেদা জিয়াকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আগেও পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করা হয়। খালেদা জিয়ার কিছু হলে জনগণ আপনাদের মাফ করব না।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ।  তার কিছু হয়ে গেলে আমরা পরিবারের একজন সদস্য হারাবো। কিন্তু দেশ হারাবে তার মতো একজন দেশ দরদি রাজনীতিককে। জনগণের জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন এই বৃদ্ধ বয়সে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি। দেশবাসীর দোয়া কামনা করছি।

তিনি বলেন, আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি। সরকার যেন আমাদের উদ্বেগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, চিকিৎসকেরা খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করছেন। এনজিওগ্রাম করার পর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে কী চিকিৎসা দেবেন।

তিনি আরও বলেন, আমরা উদ্বেগের মধ্যে আছি। সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখেছেন। তারা নিজেরা বৈঠক করে আলোচনা করেছেন।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এর আগে টানা দুই মাস ২১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত পয়লা ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া।

গত বছরের ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময়ে তার শরীরে কয়েক দফায় অস্ত্রোপচার করা হয়।

গত বছরের ২৮ নভেম্বর চিকিৎসকেরা জানিয়েছিলেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে সেই সাজা বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট।

পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

সরকার প্রধানের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে দণ্ড স্থগিত করে তাকে ছয় মাসের জন্য সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়।

এরপর কয়েক দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

Bootstrap Image Preview