Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিসিইউতে খালেদা জিয়া, বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২২, ১১:৩২ AM
আপডেট: ১১ জুন ২০২২, ১১:৩২ AM

bdmorning Image Preview


শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দিবাগত রাত ৩টা ২০মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়। তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন। ৩টা ২০ মিনিটে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসকরা উনার পরীক্ষা-নিরীক্ষা করছেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠকে বসেন। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় মেডিকেল বোর্ড বসেছে। তার (খালেদা) হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করে চিকিৎসার করণীয় ঠিক করবেন তারা।

শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়েছে। 

রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাত ২টার দিকে ডা. জাহিদের কাছ থেকে খবর পাই ম্যাডাম অসুস্থ বোধ করছেন। দ্রুত হাসপাতালে নিতে হবে। তাৎক্ষণিক কার্ডিয়াক ডাক্তারের সঙ্গে কথা বলে ভর্তির ব্যবস্থা করা হয়। রাত ৩টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি জানান, ম্যাডামের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। শারীরিকভাবে তিনি স্ট্যাবল আছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় ডাক্তাররা বোর্ড মিটিং করে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝেমধ্যেই তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়েছে, থাকতে হয়েছে হাসপাতালেও।

Bootstrap Image Preview