Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টির সম্ভাবনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ০১:২৩ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০২২, ০১:২৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানী ঢাকাসজ সারাদেশে তীব্র দাবদাহ চলছে। তবে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। ফলে দাবদাহের দাপটও কমতে শুরু করেছে। এদিকে আবহাওয়াবিদেরা বলছেন, আগামী কয়েক দিন বৃষ্টি বাড়বে, দাবদাহের দাপট কমবে। ঈদের দিন রাজধানীসহ অনেক এলাকায় ঝুম বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আভাস, আগামী দুই-এক দিনের মধ্যেই স্বস্তির বৃষ্টি দেখতে পারে ঢাকাবাসী।

অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

রাজধানীতে বৃষ্টি নিয়ে তিনি বলেন, দুই-এক দিনের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Bootstrap Image Preview