Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউমার্কেট এলাকায় দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের অবস্থান, সতর্ক পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১২:২৪ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২২, ১২:২৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জের ধরে বুধবার সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ব্যবসায়ীদের একটি অংশ দোকান বন্ধ রেখে ঢাকা কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, কলেজ প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীরা হল না ছেড়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে আছেন।

বুধবার ভোর থেকেই ঢাকা কলেজের অদূরে সায়েন্স ল্যাব মোড়ে বিপুল পরিমাণ পুলিশের অবস্থান দেখা গেছে। অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়ীরা নিজ দোকান-মার্কেট বন্ধ রেখে অবস্থান নিতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১০ টার দিকে নূরজাহান মার্কেট এবং চন্দ্রিমা মার্কেটের ব্যবসায়ীরা ঢাকা কলেজের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে আছেন। তবে ঢাকা কলেজের মূল ফটক বন্ধ দেখা যায়।

অন্যদিকে নিউমার্কেট, গাউছিয়া মার্কেটসহ আশপাশের বিপণিবিতানের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে যার যার মার্কেটের সামনে অবস্থান নিয়ে আছেন।

এদিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে বুধবার সকাল ১০টার দিকে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। সকাল থেকে দুই দফা বৃষ্টিতে শান্ত পরিবেশ বিরাজ করছে। যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।

ব্যবসায়ীরা জানান, তারা দোকান খুলতেই এসেছেন। ঈদ সামনে রেখে তাদের সারা বছরের অপেক্ষার প্রহর শেষ হয়ে যাচ্ছে। লোকসানের শঙ্কা দেখছেন তারা।

কেফাত উল্লাহ নামে নামে এক ব্যবসায়ী দেশ রূপান্তরকে বলেন, আমরা কোনো প্রকার সংঘাত চাই না। দোকান খুলতেই এসেছি। শিক্ষার্থীদের সাথে কোনো বিতণ্ডায় ব্যবসায়ীরা জড়াতে চায় না। যারা গত দুই দিন জড়িয়েছি, তারা হকার।

নাজমুল নামে আরেক ব্যবসায়ী বলেন, আমরা স্বাভাবিক পরিস্থিতি চাই। ব্যবসা করতে চাই। দোকান খুলতে চাই।

সোমবার রাতে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হয়। এর জেরে ওই রাতের পর মঙ্গলবারও দিনভর সংঘর্ষ চলে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থীদের আহত হয়েছেন। নিহত হয়েছে নাহিদ হাসান নামে এক পথচারী।

কলেজ শিক্ষার্থী ও দোকানকর্মীদের সংঘর্ষের প্রভাবে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব সড়ক মঙ্গলবার সারা দিন বন্ধ ছিল। এতে তীব্র যানজট হয় রাজধানীর অন্য সড়কে।

Bootstrap Image Preview