Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ০১:০৩ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০২২, ০১:০৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে একটি আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টার দিকে ওই নারী এক যুবকের সঙ্গে হোটেলটিতে ওঠেন।

৪২ বছরের জয়নব বেগমের বাড়ি নাটোরের নারায়নপুর এলাকায়।এ তথ্য নিশ্চিত করেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রাত ১১টার দিকে পুলিশ জানতে পারে নগরীর ড্রিম হ্যাভেন নামে হোটেলের একটি কক্ষে নারীর মরদেহ পড়ে আছে। পরে পুলিশ তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে ওসি জানান, রোববার সকালে ওই নারী জুলেখা পরিচয়ে মিজান নামের এক যুবকের সঙ্গে হোটেলে ওঠেন। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে ওঠেন। স্বামী পরিচয় দেয়া মিজান দুপুর দেড়টার দিকে হোটেলের ৪০৩ নম্বর কক্ষের দরজায় বাইরে থেকে তালা দিয়ে চলে যান।

রাতেও মিজান না ফেরায় হোটেলের কর্মচারীদের বিষয়টি সন্দেহ হয়। তখন তারা জানালা দিয়ে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

ওসি বলেন, ‘হোটেলের রেজিস্ট্রারে তাদের বাড়ি গোদাগাড়ীতে লেখেন। তবে হোটেলের খাতায় ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করা হয়। পরে খোঁজ নিয়ে তাদের আসল পরিচয় জানতে পারে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।’

Bootstrap Image Preview