Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেরুল বাড্ডায় আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১০:১৬ PM
আপডেট: ১৬ মার্চ ২০২২, ১০:১৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির নির্মাণাধীন প্রকল্পে একটি চাইনিজ ডরমেটরির ভবনে আগুন লেগেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলের দিকে রওনা হলেও যানজটের কারণে পথে আটকে যায় তাদের গাড়ি।

আগুন লাগার আধা ঘণ্টারও বেশি সময় পর ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে যানজটের কারণে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা ‍পুলিশকেও জানিয়েছি বিষয়টা। একটি ইউনিট পৌঁছে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

জানা গেছে, আগুন লাগার পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। জ্বলতে থাকে লেলিহান শিখা।ওই আবাসস্থানে প্রকল্প এলাকার ভিতরে নির্মাণ দায়িত্বে থাকা চায়না প্রকৌশলীরা থাকেন। আগুন লাগার পরপরই প্রকল্পের কর্মচারীসহ আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন।

Bootstrap Image Preview