Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, জুন ২০২৪ | ৪ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ লাইভে এসে কাঁদলেন পূজা, জানালেন কষ্টের কথা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১১:২১ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১১:২১ PM

bdmorning Image Preview


ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি। সদা হাস্যজ্জ্বল এই নায়িকা হঠাৎ লাইভে এসে কাঁদলেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক লাইভে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

পূজার কাঁদার পেছনে কারণ, তার একটি পোষা বিড়াল নয় তলার বারান্দা থেকে পড়ে মারা গেছে। আর বিষয়টির কারণে শোকাচ্ছন্ন তিনি। ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে বিষয়টি শেয়ার করেন এই নায়িকা।

পূজা বলেন, ‌‌‘চার বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। সকালেও গোসল করিয়েছি। কিন্তু কী হলো বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে আসলেও এবার আর ফিরে এলো না। ’

পূজা জানান, সঙ্গে সঙ্গে নিচে নেমে ক্ষতবিক্ষত বেড়ালটিকে নিয়ে ওপরে আসেন। প্রিয় প্রাণীটিকে শিগগিরই সমাহিত করবেন তিনি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর জানা গেছে, পূজা জিপিএ- ৪.০৮ (এ গ্রেড) পেয়ে পাস করেছেন।  

পূজা চেরির নায়িকা হিসেবে অভিষেক হয় যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর-জাহান’-এ অভিনয়ের মাধ্যমে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’ ও ‘পোড়ামন ২’ সিনেমায়।  

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’। এছাড়া সম্প্রতি ‘নাকফুল’ নামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিংয়েও যোগ দিয়েছেন এই চিত্রতারকা।  

Bootstrap Image Preview