Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একসাথে সড়কে ৫ ভাই নিহতের ঘটনায় সেই পিকআপ চালক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০৯:১৯ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০৯:১৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কক্সবাজারের চকরিয়ায় সড়কে পাঁচ সহোদর ভাই নিহতের ঘটনায় দায়ী পিকআপ ভ্যানের চালককে আটক করেছে র‍্যাব।

ঘাতক পিকআপ ভ্যান চালক সাহিদুল ইসলাম সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এ বিষয়ে শনিবার ঢাকার কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে জানানা খন্দকার মঈন।গত ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বেপরোয়া গতিতে চলমান পিকআপ ভ্যানের চাপায় পাঁচ সহোদর ভাই নিহত হন। আহত হয়েছেন একই পরিবারের আরও কয়েকজন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বাড়ির অদূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৮) নিহত হন। আহত হন তাঁদের আরও তিন ভাই–বোন।

Bootstrap Image Preview