Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এম্বুলেন্সে আফসানার মৃত্যু, গ্রেপ্তার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৫৭ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৫৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সাভারের বাইপাইলে এম্বুলেন্স আটকে রেখে চালককে মারধরের সময় ভেতরে থাকা ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু আফসানার মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত শিশুটির বাবা আলম মিয়া বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে  আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম  জানান, গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান (৪৫) এবং একই এলাকার খুপিবাড়ী গ্রামের সুরুজ মণ্ডলের ছেলে মো. ইমরান (২৫)। এদের মধ্যে হানিফ আশুলিয়ার বাইপাইলে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তাদের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান আসামি মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম। তবে তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে বাকি আসামিদের পরিচয় গোপন রেখেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে ক্যান্সারে আক্রান্ত শিশু আফসানাকে বহনকারী এম্বুলেন্সটি মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে গ্রামের বাড়ি গাইবান্ধায় ফিরছিল। পথে একটি মাইক্রবাসকে ওভারটেক করে আশুলিয়ার বাইপাইলে পৌঁছালে মাইক্রোবাসটি দ্রুত সামনে এসে এম্বুলেন্সটির গতিরোধ করে এবং ওভারটেকের কারণে মাইক্রোবাসের চালক নজরুল গাড়ি থেকে নেমে এম্বুলেন্সের চালক মারুফ ও সহকারী ইমনকে মারধর শুরু করে। একপর্যায়ে এম্বুলেন্সের চাবিও ছিনিয়ে নেয় নজরুল। পরিবারের সবাই এবং এম্বুলেন্সের চালক ও সহকারী বারবার মাইক্রোবাসচালক নজরুল ইসলামকে রোগীর কথা বলে চাবি ফেরত দেয়ার অনুরোধ করলেও তিনি কথা শোনেননি। উল্টো হামলায় অংশ নেয়ার জন্য বাইপাইল করিম সুপার মার্কেটের সামনে থাকা প্রাইভেট কারের স্ট্যান্ড থেকে অন্য সহকর্মীদের ফোন করে ডেকে আনে নজরুল।

এ ঘটনায় জড়িত সবারই পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এদিকে চালকদের বাকবিতণ্ডার মধ্যেই ছটফট করতে করতে মারা যায় শিশু আফসানা। আফসানা আক্তার গাইবান্ধা জেলার সদর থানার মধ্য ধানঘড়ার শাপলা মিল এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় ৪ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। সেখান থেকে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে পাঠানো হলে শিশু আফসানাকে নিয়ে ঢাকায় আসে পরিবার। ডাক্তার দেখিয়ে মঙ্গলবার এম্বুলেন্সে করে গ্রামের বাড়ি ফিরছিলেন তারা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, ‘ঘটনায় জড়িত সবার পরিচয় শনাক্ত হয়েছে। অভিযান চলমান, তাই বাকিদের পরিচয় এখনই প্রকাশ করছি না। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview