Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক হাবীবের মৃত্যু, ‘রহস্যজনক’ বদলি তদন্ত কর্মকর্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২২, ০৯:২৮ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২২, ০৯:২৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সাংবাদিক হাবীব রহমানের মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো তদন্ত অগ্রগতি নেই পুলিশের। মৃত্যুরও কোনো কারণ বা ‘রহস্য’ উদঘাটন করতে পারেনি পুলিশ। অন্যদিকে ‘রহস্যজনক’ কারণে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মাসুদ খলিফাকে বদলি করা হয়েছে। হাবীব রহমানের মৃত্যুর ১৫ দিনেও মৃতের স্ত্রী বা মামলার বাদী আবু তাহের তারুর সঙ্গে যোগাযোগ করেননি তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ খলিফা। হাবীব রহমান নিহত হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে আসছিলেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে আগামী সপ্তাহে নিহত হাবীব রহমানের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাকসুদের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই ময়নাতদন্ত রিপোর্ট সম্পন্ন করতে পারবেন তারা এবং আগামী সপ্তাহেই পুলিশের কাছে রিপোর্ট প্রদান করা হবে।

অন্যদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হাবীব রহমানের লাশ যেখান থেকে উদ্ধার করা হয়েছে ওই স্থান রাতে নিরিবিলি থাকে। সেখানকার সড়কে এ ধরনের দুর্ঘটনা সন্দেহজনক। তবুও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ সূত্র জানায়, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়ায় হাবীব রহমানের মৃত্যুর কারণ জানা যায়নি।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ  বলেন, হাবীব রহমানের মৃত্যুর ঘটনায় থানায় যে মামলা হয়েছে তা তদন্তাধীন। মামলাটি অপমৃত্যুর মামলা হিসেবে নেওয়া হলেও থানা পুলিশের পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। আমরা ঘটনাস্থল ও আশপাশের লোকজন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মাসুদ খলিফা গতকাল জানান, মঙ্গলবার তিনি হাতিরঝিল থানা থেকে বদলি হয়ে মতিঝিল থানায় কর্মরত আছেন। মামলাটি এখন থেকে তদন্ত করবেন হাতিরঝিল থানার এসআই শরীফুল ইসলাম-২। বদলির কারণ জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ বদলির আদেশ আসায় মঙ্গলবার মামলার কাগজপত্র বুঝিয়ে দিয়ে এসেছি।

হাবীব রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে মানববন্ধন করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, হাবীব রহমানের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। এটা নিছক দুর্ঘটনা নয়, হাবীব রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। এটা স্বাভাবিক মৃত্যু নয়। দ্রুত তদন্ত করে তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

এ ছাড়াও গত শনিবার হাবীব রহমানের অকালমৃত্যুতে শোকসভার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক নেতারা হাবীব রহমানের মৃত্যু রহস্যজনক বলে দাবি করেন।

শোকসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ জানান, হাবীব রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের প্রশ্ন ওঠায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলামের সঙ্গে কথা বলে মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য কথা বলবেন বলে তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি গভীর রাতে রাজধানীর হাতিরঝিল সিদ্দিক মাস্টারের ঢাল নামক এলাকায় হাবীব রহমানের রহস্যজনক মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশের ধারণা, হাবীব রহমানের মৃত্যু দুর্ঘটনাজনিত কারণে হয়েছে। ঘটনার পর হাতিরঝিলে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনাস্থলের ফুটেজটি অকার্যকর দেখা যায়। অন্য কয়েকটি ফুটেজে ঘটনাস্থল থেকে তিন যুবককে বেলচা হাতে হেঁটে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে অনেকেই এটি হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন।

Bootstrap Image Preview