Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিত্রনায়িকা শিমু হত্যায় সন্দেহের তীর জায়েদ খানের দিকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২, ১০:৩৫ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২২, ১০:৩৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নিখোঁজের একদিন পর কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়। জব্দ করা হয় রক্তমাখা গাড়িও। হত্যার ঘটনায় গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাতেই তার স্বামী নোবেলসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইন প্রয়োগকারী সংস্থা। পরিবারের অভিযোগ ভিন্ন হলেও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খানকে সন্দেহ করছে শিমুর সহকর্মীরা। অন্যদিকে শিমু হত্যা ইস্যুতে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন জায়েদ খান।

শিমুর সহকর্মী প্রডিউসার ফিরোজ শাহী বলেন, ‘কেন ইউটিউবে গিয়ে জায়েদ খানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল শিমু, এ কারণে জায়েদ খান শিমুর নামেও মামলা দিয়েছিল।’

একইভাবে অভিনেত্রী তাহমিনা হোসেন বেবি বলেন, ‘উনি (জায়েদ খান) সব পারবে। একটা সিটের জন্য উনি সব পারবে। না হয় এ রকম কেন হলো বলেন...। তুই ‍তুকারি কেন করতে যাবে।’

এ ছাড়াও অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, ‘শিমুর অস্বাভাবিক মৃত্যু, এটা মেনে নেওয়ার মতো না। আমরা এটা মানব না। ১৮৪ জন (চলচ্চিত্র রাজনীতির সঙ্গে জড়িত) আমরা যারা আছি, তারা কি একার জন্য লড়াই করছি!’

এমন পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার বিরুদ্ধে সন্দেহের বিষয়ে বলেন, ‘তিন-চারটা ছেলেমেয়ে যাদের নাম বলতে হয়- ফিরোজ শাহী ও সাদিয়া মির্জাসহ আরও কয়েকজন। এর মধ্যে সাদিয়া মির্জা নোংরামি শুরু করেছে। ইউটিউবে গেলে দেখা যায় ‘আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছে জায়েদ খান’ উল্লেখ করে সে ছড়িয়ে দিচ্ছে, আসলে এসব নোংরামির অবসান হওয়া উচিত বলে আমি মনে করি।

শিমুর মৃত্যুর পরে তারাও শঙ্কিত রয়েছেন জানিয়ে তাহমিনা হাসান বেবি ও সাদিয়া মির্জা বলেন, এ ঘটনার পরে আমরাও আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করছি। আমরা চাই এই ঘটনার সুষ্ঠ তদন্ত হোক ও অপরাধীর শাস্তি হোক।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় রাইমা ইসলাম শিমুর। এরপর একে একে অভিনয় করেছেন ৫০টিরও বেশি সিনেমায়। কাজ করেছেন বহু নাটক। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসবেও সক্রিয় ছিলেন তিনি। বাংলাদেশের অনেক গুনী পরিচালকের সাথে কাজ করেছেন শিমু। সে তালিকায় আছেন মরহুম চাষী নজরুল ইসলাম, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, এ জে রানা, শরিফুদ্দিন খান দ্বীপু, এনায়েত করিম, শবনম পারভীন। অভিনয় করেছেন রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, জাহিদ হাসান, মোশারফ করিম, শাকিব খানসহ অনেক গুণী ও জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে৷

Bootstrap Image Preview