Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে ছড়ানোয় যুবক গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০৩:৫০ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২২, ০৩:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ওই যুবকের নাম রবিউল আউয়াল (২৮)।

রোববার রাতে বাঁশখালীর উপজেলার সাধনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।   

গ্রেফতার রবিউল আওয়াল উপজেলা সাধানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিদারুল আলম ঝুন্টুর ছেলে।

র‌্যাব-৭ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আলম স্বীকার করেছেন যে, তিনি ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত। পরিচয় থাকার সুবাদে কৌশলে ওই নারীর কিছু ছবি তুলে তা তার মোবাইল ফোনে সংরক্ষণ করেন। পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য তিনি ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।

এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী লিখিত অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে বাঁশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭  সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন,  গৃহবধূর পূর্বপরিচিত ছিলেন আসামি। তার সুবাদে কৌশলে গৃহবধূর সঙ্গে কিছু ছবি তোলেন। সে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি।

বাঁশখালী থানার উপপরিদর্শক আক্তার হোসেন বলেন, রবিউল আলমকে রোববার রাতে র্যা বের পক্ষে থেকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

Bootstrap Image Preview