Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কনডেম সেলে বসে মোবাইল চালান নূর হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২২, ১২:৫৭ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২২, ১২:৫৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর কনডেম সেলে বসেই মোবাইল চালাতেন নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার ফাঁসির আসামির নূর হোসেন। সম্প্রতি ঘটনাটি ধরা পড়লে এ ব্যাপারে জেল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

গত বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর কনডেম সেল থেকে তার ব্যবহৃত একটি ছোট আকৃতির বাটন মোবাইল ফোন উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।

শনিবার সকালে বিষয়টি জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেল সুপার আব্দুল জলিল। ঘটনা জানতে ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট—২ এর কনডেম সেলে নূর হোসেনসহ তিনজন বন্দি রয়েছে। নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার ফাঁসির আসামি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন। নূর হোসেন কনডেম সেলে বসে গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন বলে আমারা জানতে পারি। পরে তার কনডেম সেলে গত ৫ জানুয়ারি অভিযান চালানো হয়। এ সময় ওই কনডেম সেল থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়। সেভেন মার্ডার মামলায় নূর হোসেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

জেল সুপার আরও জানান, ঘটনাটি তদন্তে ৬ জানুয়ারি কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রদান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। ১১ জানুয়ারির মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দেয়া হয়েছে।

Bootstrap Image Preview