Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে দুর্জয়ের লাশ পেল পরিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ০২:১৩ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০২১, ০২:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রামপুরায় বাসের চাপায় পিষ্ট এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ময়নাতদন্ত শেষ হয়। বাসচাপায় ছেলের মৃত্যুর আইনি প্রতিকারে রামপুরা থানায় গিয়েছিলেন দুর্জয়ের মা রাশেদা বেগম ও বাবা আবদুর রহমান।

দুর্জয়ের বড় ভাই মনির হোসেন বলেন, রামপুরা তিতাস রোডে গনিবাগ জামে মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজা হবে। তাঁর লাশ দাফন করা হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা হালুয়াপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজের মর্গে দুর্জয়ের লাশের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত নাঈম। লাশ গ্রহণ করেন তাঁর বড় ভাই। জন্মদিনে দুনিয়াছাড়া ছোট ভাইয়ের লাশ দেখে কাঁদতে থাকেন মনির হোসেন।

দুপুর সাড়ে ১২টায় একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রওনা হন স্বজনেরা।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্জয়ের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ওই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। দুর্জয়ের বাবা অচেতন হয়ে পড়েছিলেন, এখন সুস্থ। পুলিশের গাড়িতে এখন তিনি ও দুর্জয়ের মা রামপুরা থানায় আসছেন।

Bootstrap Image Preview