Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফার্মগেট থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে বাস নিয়ে যাওয়ার অভিযোগ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ০৩:০৬ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০২১, ০৩:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর ফার্মগেট এলাকায় ২০ থেকে ২৫ জন ছাত্র একটি বাস নিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। তবে কোথায় নিয়ে গেছেন সে ব্যাপারে এখন কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, রাজধানীর ফার্মগেট এলাকায় কয়েকজন ছাত্রের সঙ্গে একটি সিটিং সার্ভিসের চালকের সহকারীর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কয়েকজন ছাত্র বাসে উঠে চলক দিয়ে বাস চালিয়ে নিয়ে যান। কোথায় নিয়ে যান সে বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ফার্মগেট এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরি বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশেই দায়িত্বে ছিলাম। দেখলাম কয়েকজন ছাত্রের সঙ্গে সমস্যা হচ্ছিল। পরে তারা বাসে উঠে চালক দিয়ে চালিয়ে নিয়ে যায়।’ কোথায় নিয়ে যায়- সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

ফার্মগেট এলাকার দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মোহাম্মাদ মনির  বলেন, একটি বাস নিয়ে যেতে দেখেছি। তবে বর্তমান পরিস্থিতি শান্ত আছে। বাসটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে- সে বিষয়ে তিনিও কোনো তথ্য দিতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে বাসটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজের নাঈম হাসানের নিহতের ঘটনায় বিচার নিশ্চিত এবং বাসে হাফ পাস কার্যকর করা নিয়ে রাজধানীজুড়ে প্রতিদিনই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ রবিবারও শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

Bootstrap Image Preview