Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্ধারিত সময়ের আগেই মা হয়েছেন পপি, স্বামীর পরিচয় নিয়ে গুঞ্জন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০২:০৭ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০২১, ০২:০৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


অনেক দিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। সিনে পাড়ায় গুঞ্জন, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। স্বামী-সংসার নিয়েই নাকি তার ব্যস্ততা। এরপর কিছু দিন আগে গুঞ্জন ছড়ায়, মা হতে চলেছেন পপি। একের পর এক গুঞ্জনের ডালপালা গজায়, কিন্তু পপির খোঁজ মেলে না। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে সিনেমা অঙ্গনের দু’একজনের সঙ্গে তার অল্প-স্বল্প যোগাযোগ রয়েছে। সেই সূত্রেই নানা খবর বেরিয়ে আসে।

এদিকে শুক্রবার (২৯ অক্টোবর) রাতেই একটি সূত্রে জানা যায়, নায়িকা পপি মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও তার সন্তান হওয়ার কথা ছিল আরও কিছু দিন পরে। তবে নির্ধারিত সময়ের আগেই তার কোলজুড়ে এসেছে ছেলে সন্তান।

পপির অভিনয়ে নির্মাণাধীন একটি সিনেমার পরিচালক এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। যদিও নায়িকার কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কেননা বরাবরের মতো এখনো তার নম্বরটি বন্ধই রয়েছে।

বিয়ের পর পপি কোথায় বসবাস করছেন, এ নিয়ে দুটি গুঞ্জন রয়েছে। কারো ধারণা, গাজীপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। আবার আরেকটি সূত্রে জানা যায়, তিনি বসবাস করেন ঢাকার একটি ডিপ্লোমেটিক এলাকায়।

এদিকে গত আগস্ট মাসে পপির মায়ের একটি ভিডিও বার্তা আসে। সেখানে তিনি দাবি করেন, পপি তার খোঁজ নেন না। এমনকি তারা একে-অপরের ঠিকানা পর্যন্ত জানেন না।

এর আগে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে পপির বিয়ের গুঞ্জন ওঠে। তারা নাকি রাজধানীর ইস্কাটনে বাসা ভাড়া করে একসঙ্গে থাকতেন। গত বছরের শুরুতে তাদের বিয়ের কাবিননামার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা তাদের বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করে। এছাড়া ইস্কাটনের বাসায় জায়েদ-পপির বিয়ের প্রথম বার্ষিকী পালনের ছবিও ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু এই গুঞ্জনকে সে সময় ফুঁ মেরে উড়িয়ে দেন পপি। গত বছর লাপাত্তা হওয়ার আগে দেওয়া একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ে করলে লুকিয়ে করব না, সবাইকে জানিয়ে করব। আপাতত বিয়ের কোনো চিন্তা নেই। যখন করব, তখন সবাই জানতে পারবেন।’

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। প্রথম ছবিতে তার নায়ক ছিলেন ওমর সানী। অ্যাকশন-কমেডি ঘরানার এই ছবি ও পপির অভিনয়, দুই-ই বেশ সাড়া ফেলেছিল। দুই যুগের ক্যারিয়ারে দুই কুড়ি ছবিতে দেখা গেছে এই নায়িকাকে। এর মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার জিতেছেন তিন বার।

Bootstrap Image Preview