Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নদী দখলের অভিযোগে প্রাণ-আর এফ এল গ্রুপের বিরুদ্ধে বিআইডব্লিউটি'এর মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ১০:৩৭ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০২১, ১০:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বালু নদীর প্রায় সাড়ে ১২ হাজার বর্গ ফুট নদীগর্ভ ভরাটের অভিযোগে প্রাণ-আর এফ এল বানিজ্যিক গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বি আই ডব্লিউ টি এ। 

সংস্থাটি জানিয়েছে বালু নদী পাতিরা মৌজায় তাদের লে আউট নকশার আওতাধীন ৩ টি সীমানা পিলারের অভ্যন্তরের নদীগর্ভ অবৈধভাবে ভরাট করা স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে প্রাণ গ্রুপ।

বালু নদীর পাতিরা মৌজা অন্তর্গত এই স্থানটি নদীর সরকারি সীমানা ২৮, ২৯ এবং ৩০ নাম্বার পিলারের আওতাধীন।গেলো বেশ কয়েকদিন ধরেই এই এলাকার নদীগর্ভ ভরাটে কাজ করছে দুটি ড্রেজার। 

স্থানীয়দের মারফত সংবাদ পেয়ে টঙ্গী নদী বন্দর থেকে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ-(বি আই ডব্লিউ টি এ) একটি দলকে এখানে পাঠানো হয়।

সরেজমিন দেখে নৌ-পুলিশের সহযোগীতায় এখানে অভিযান চালায় বি আই ডব্লিউ টি এ।

অভিযানে কাউকে আটক করা না গেলেও ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামী করে খিলক্ষেত থানায় নিয়মিত মামলা দায়ের করে বি আই ডব্লিউ টি এ।

অভিযানে ঐ স্থানের সব কাজ বন্ধ করে দিয়ে ভরাট করা বালু সরিয়ে নৌ চলাচলের স্বাভাবিক পরিস্থিতি তৈরী করে দেয়ার জন্যও প্রাণ গ্রুপকে নির্দেশ দেয় সংস্থাটি।

Bootstrap Image Preview