Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় দুপুরের পর নামতে পারে বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ১০:৩১ AM
আপডেট: ১৫ অক্টোবর ২০২১, ১০:৩১ AM

bdmorning Image Preview


রাজধানীতে দুপুরের পর  নামতে পারে বৃষ্টি। দেশে বড় ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সারাদিন মেঘলা আকাশের সাথে রোদের দেখা মিলতে পারে। দুপুরের পর ঢাকায় নামতে পারে বৃষ্টি। এছাড়া অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দেশের বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। 

বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। আগামী ৫ দিনে পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এদিকে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করছে।

Bootstrap Image Preview