Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুরের তিনটি মাথার খুলি, কঙ্কালসহ এক যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর মিরপুরের কালশী কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিনটি মাথার খুলি, আটটি পায়ের হাড়, হাতের হাড় ১৩টি ও কোমরের ছয়টি হাড় উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম হান্নান মিঞা। বুধবার দুপুরে আটকের পর তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘কবর থেকে হাড় চুরি করে হান্নান একজনের কাছে বিক্রি করতেন। কী কাজে এই হাড় ব্যবহার করা হয়, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি হান্নান। তবে বলেছেন, কবিরাজির কাজে এগুলো ব্যবহার হয়।’

পুলিশ জানায়, কালশী কবরস্থানের সীমানার ভেতর দক্ষিণপূর্ব পাশের কর্নারে কঙ্কাল চুরি করে নেয়ার সময় স্থানীয়রা আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হান্নানকে আটক করে।

ওসি পারভেজ ইসলাম জানান, কঙ্কাল চুরির ঘটনায় তিনটি ধারায় মামলা হয়েছে। সমাধিস্থলসহ অন্য জায়গায় অনধিকার প্রবেশ, বাসগৃহে চুরি, চোরাই সম্পত্তি অসাধুভাবে গ্রহণ এসব ধারা যুক্ত করা হয়েছে।

গ্রেপ্তার হান্নানকে জিজ্ঞাসাবাদের বরাতে পারভেজ জানান, এসব কঙ্কাল ২-৩ হাজার টাকায় মিরপুর-১০ নম্বরে কাশেম নামে একজনের কাছে বিক্রি করতেন। কাশেমকে খোঁজা হচ্ছে।

Bootstrap Image Preview