Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফারুকের মানসিক সুস্ততা চেক করতে বোর্ড বসিয়েছে বিএসএমএমইউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৯:০০ PM
আপডেট: ২৯ জুলাই ২০২১, ০৯:০০ PM

bdmorning Image Preview


একই সময়ে করোনার তিন ডোজ টিকা নেওয়ার দাবি করা সৌদি প্রবাসী ওমর ফারুকের মানসিক সুস্ততা চেক করতে বোর্ড বসিয়েছেবিএসএমএমইউ  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। ফারুক হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান। 

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানান তিনি।বিএসএমএমইউ পরিচালক বলেন, একই সময়ে এক ব্যক্তিকে তিন ডোজ টিকা দেওয়া হয়নি। এরপরও যেহেতু এ বিষয়ে খবর হয়েছে, তাই ভেরিফাই করা দরকার।

ওমর ফারুককে তিন ডোজ টিকা দেওয়ার বিষয়টি সত্য নয় দাবি করে নজরুল ইসলাম খান বলেন, আমাদের যে সিস্টেম, সেখানে কোনোভাবেই এক ব্যক্তিকে তিন ডোজ টিকা দেওয়ার সুযোগ নেই।

তিনি (ওমর ফারুক) মেন্টালি সাউন্ড কি-না, এটা আমাদের দেখার বিষয় বলে মনে হলো। এজন্য তিনি মানসিকভাবে সুস্থ (সাইক্রিয়েটিক ইভালোয়েশন) কিনা সেটা পরীক্ষা করতে একটি বোর্ড বসানো হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।

এর আগে গত সোমবার (২৬ জুলাই) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্রে ওমর ফারুককে এক সঙ্গে তিন ডোজ টিকা দেওয়ার অভিযোগ ওঠে। ওমর ফারুক বলেন, ‘আমি যখন টিকা কেন্দ্রে ঢুকলাম তখন আমাকে একজন বলল ডান সাইডের কর্নারে যেতে। ওইখানে যখন টিকা দেওয়া শেষ হলো জিজ্ঞেস করলাম, কোথায় যাব? উনি বলল, সামনের দিকে। সামনে আসলাম, ওইখানেও একটা টিকা দিল। ওনাকে জিজ্ঞেস করলাম কোথায় যাব উনিও বলল সামনের দিকে যেতে। সামনে আসলাম আর কিছু জিজ্ঞেস করে নাই। আরেকটা টিকা দিয়ে দিছে। মোট তিনবার টিকা দিয়েছে। বাইরে এসে যখন বাকিদের জিজ্ঞেস করলাম আপনার কয়বার টিকা দিয়েছে, ওনারা বলল একবার টিকা দিয়েছে।’

Bootstrap Image Preview