Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত থেকে আরও ২০০ টন অক্সিজেন আমদানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০১:২৯ PM
আপডেট: ২৮ জুলাই ২০২১, ০১:২৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দ্বিতীয়বারের মতো ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে অক্সিজেনবাহী ট্রেনে ১০টি কন্টেইনারে আরও ২০০ মেট্রিকটন অক্সিজেন আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেনবাহী ট্রেনটি বুধবার (২৯ জুলাই) সকাল ৮টায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। সেখানে এখন খালাসের কাজ চলছে।

এর আগে ভারতের সময় সকাল ১০টায় ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি ১০ কনটেইনারে এই তরল অক্সিজেন নিয়ে জামশেদপুর টাটানগর থেকে  রওনা দিয়ে বেনাপোল স্টেশনে পৌঁছে রাত ১১টায়।

লিনডে বাংলাদেশ এই অক্সিজেন আমদানি করেছে। এর আগে গত শনিবার প্রথম চালানে রেলপথে বেনাপোল বন্দর দিয়ে লিনডে বাংলাদেশ ২০০ মেট্রিকটন অক্সিজেন আমদানি করে।

আমদানি করা অক্সিজেন নিজস্ব লরি দিয়ে খালাস করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে প্রয়োজনমতো সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশের হাসপাতালে তা সরবরাহ করা হচ্ছে।

লিনডা বাংলাদেশের কর্মকর্তা সুফিয়া আক্তার, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে অক্সিজেন খালাসের কাজ চলছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ফারুক আহম্মেদ সংবাদমাধ্যমকে জানান, 'করোনার বর্তমান সংকটময় পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের সেবার জন্য জরুরিভাবে লিনডে বাংলাদেশ ভারত থেকে মোট ৪০০ টন তরল অক্সিজেন সরকারি সহযোগিতায় আমদানি করেছে।'

Bootstrap Image Preview