Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, মোট মৃত্যু ১৯৫২১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০৬:০৮ PM
আপডেট: ২৬ জুলাই ২০২১, ০৬:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এটিও এক দিনে দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে। এর আগে গত ১৩ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন আক্রান্ত হয়েছিলেন।

সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩ ও মঙ্গলবার ২০০ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯২৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৩ হাজার ৩১৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৯৫২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৬ হাজার ২৩৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭২ জন। এছাড়া চট্টগ্রামে ৬১, রাজশাহীতে ২১, খুলনায় ৪৬, বরিশালে ১২, সিলেটে ১৪, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৫জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪১ জন পুরুষ এবং ১০৬ জন নারী। এদের মধ্যে ২৬ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার৩৪০ জন এবং নারী ৬ হাজার ১৮১ জন।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫৯, ৪১ থেকে ৫০ বছরের ৩০, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ২১ থেকে ৩০ বছরের ৩ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।  

চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১২ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৮৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত প্রায় ৩৭ শতাংশ। আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৬ হাজার ৩২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৯৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জন মারা গেছেন। এরমধ্যে ৯ জন করোনা পজিটিভ ও বাকি ১৪ জন উপসর্গ্ নিয়ে মারা গেছেন। এর আগে, ২০ জুলাই হাসপাতালে সর্বোচ্চ ২১ জন রোগী মারা গিয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের ছয় জন, নেত্রকোনার দুই এবং গাজীপুরের একজন রোগী রয়েছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনা ও টাঙ্গাইলের দুই জন করে এবং গাজীপুরের একজন রোগী মারা গেছেন।

২৩ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন এবং আইসিইউতে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনা আক্রান্ত আরও আটজন মারা গেছেন। একই সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন। রোববার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৫ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় করোনা ইউনিটে এই ১৭ জনের মৃত্যু হয়।

এ নিয়ে ২৬ জুলাইয়ের সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৫৩ জন মারা গেলেন। এর আগে জুন মাসে রামেকে ৪০৫ জন রোগী মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ছয় জন। সোমবার (২৬ জুলাই) হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।

রোববার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন। তাদের মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৪৭ জন্য করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ২৪ জন। ২২টি আইসিইউ শয্যায় চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৮৩ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। অন্যরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

খুলনা

খুলনা নগরীতে করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে খুলনায় ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। পরীক্ষা বিবেচনায় জেলায় আক্রান্তের হার ৩২ দশমিক ৯৪ শতাংশ।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের চার জনের করোনা পজিটিভ ছিল। অন্য চারজন উপসর্গে মারা গিয়েছেন।’

তিনি জানান, ২০০ শয্যার এ করোনা হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১০৯ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়োলো জোনে ৩৪ জন, এইচডিইউতে ১৩ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া যশোরে ১১ জন, বাগেরহাট ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় দুজন করে এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।

কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ জন। এই সময়ে ৬৬৬টি নমুনা পরীক্ষায় ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৪৮ শতাংশ।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ২৩৮ জন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা রোববার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২১৭ জন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪০৭ জন।

চাঁদপুর

চাঁদপুরে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে মারা যান তারা। এদিকে চাঁদপুর জেলা ও দায়রা জজসহ আরও ১৮০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালে যে আটজন মারা যান তাদের মধ্যে করোনায় চারজন এবং উপসর্গ নিয়ে চার জন মারা যান। এদের মধ্যে পাঁচজনই নারী। চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

পঞ্চগড়

পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

দিনাজপুর

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

যারা মারা গেছেন তাদের মধ্যে সিটি করপোরেশন এলাকার পাঁচজন, নাঙ্গলকোটের দুজন, মনোহরগঞ্জে দুজন, বরুড়ার মুরাদনগরে, লালমাইয়ের, বুড়িচং, তিতাসের, চান্দিনায়তে একজন করে রয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনায় ৬৬২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৭০১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২২৭ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪১ দশমিক ২ শতাংশ।

আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ২২৮ জন, আদর্শ সদরের ৭, সদর দক্ষিণের ৭, বুড়িচংয়ে ৫২, ব্রাহ্মণপাড়ার ৩৩, চান্দিনায় ২৮, চৌদ্দগ্রামের ৪৭, দেবিদ্বারের ১২, দাউদকান্দিতে ৫, লাকসামে ৪৬, লালমাইয়ে ২৩, নাঙ্গলকোটে ৩৩, বরুড়ার ৬১, মনোহরগঞ্জের ৩৭, মুরাদনগরের ৪৪, মেঘনার ৯, তিতাসে ৪ জন এবং হোমনার ২৫ জন।

নড়াইল

নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।

লালমনিরহাট

লালমনিরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ সংক্রমিত হয়ে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন আক্রান্ত হয়েছে ৮৫ জন। আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ২৯৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে সদর উপজেলার ৮০ বছর বয়সী মহিলা ও বালিয়াডাঙ্গী ৫০ বছর বয়সী মহিলা এবং পীরগঞ্জে ৫০ বছর বয়সী ১ জন পুরুষ রয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Bootstrap Image Preview