Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিগগিরই ১৮তে করোনা টিকার নিবন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২১, ১২:৪৩ PM
আপডেট: ২৩ জুলাই ২০২১, ১২:৪৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


১৮ বছরের বেশি বয়সী সবাইকে করোনা টিকার নিবন্ধনের সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই তা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম

তিনি বলেন, ‘টিকা নেয়ার বয়সসীমা কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে আমাকে নির্দেশনা দিয়েছেন; সর্বনিম্ন বয়সসীমা ১৮ করার জন্য জানিয়েছেন।’

শুক্রবার মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে স্বাস্থ্যের মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আলোচনা করে ঠিক করব কীভাবে এটা করা যাবে। নিজেদের মধ্যে কথাবার্তা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাব। তবে এটি খুব দ্রুত সময়ের মধ্যেই হবে।’

টিকাদান পদ্ধতি সহজ করা নিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, টিকাদান পদ্ধতি সহজ করার চিন্তা করছে সরকার। গ্রাম এলাকায় যারা নিবন্ধন করতে পারছেন না, তারা এনআইডি কার্ড দেখিয়ে বা টিকা কেন্দ্রে গিয়ে টিকা কার্ড সংগ্রহ করে টিকা নিতে পারবেন কি না, সে বিষয়ে ভাবছে সরকার।

Bootstrap Image Preview