Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকার বিভিন্ন সড়কের চেকপোস্টে জট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২১, ০৫:১৪ PM
আপডেট: ০৪ জুলাই ২০২১, ০৫:১৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সর্বাত্মক কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে বেড়েছে আইশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। এ লকডাউনে বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারা ব্যক্তিগত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কাউকে কাউকে আটকও করা হচ্ছে।

রোববার সকাল থেকেই ঢাকার সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। চেকপোস্টে চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ সদস্যরা।

এ কারণে চেকপোস্টগুলোতে জট লেগে গেছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামীদের।

গত তিনদিনের চেয়ে আজ গাড়ির চাপ বাড়ায় ২০০ মিটার থেকে শুরু করে কোনো কোনো চেকপোস্টে গাড়ির এক কিলোমিটার দীর্ঘ সারিও দেখা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড় দিচ্ছেন না।

রোববার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উত্তরা, ফার্মগেট, শাহবাগ, বাড্ডার সড়কে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি বেশি বের হওয়ায় চেকপোস্টে জট লেগে আছে।

পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী বলছে, লকডাউনে কিছুতেই সড়কে গাড়ি থাকবে না। তবে অফিসের স্টিকার লাগানো গাড়ি, জরুরি শিশুখাদ্য ও ওষুধ সরবরাহের গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।

এদিকে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটকে পুলিশ আজও তৎপর রয়েছে। গতকাল ঢাকায় ৬২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

চলমান সর্বাত্মক লকডাউনে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হলেও বেশ কিছু অফিস খোলা রয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছেন। সেক্ষেত্রে কেউ ব্যক্তিগত গাড়িতে বা অন্যের গাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। প্রজ্ঞাপনে বলা ছিল, কোনো ব্যক্তিগত গাড়ি রাস্তায় নামবে না। প্রয়োজনে অফিস তার কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করবে। মূলত এই বিষয়টি মাথায় রেখেই পুলিশ গাড়িগুলোকে কঠোরভাবে চেক করছে।

এদিকে চেকপোস্টগুলোতে মানুষকে বিভিন্ন অজুহাতও দিতে দেখা গেছে। দেখা গেছে চিকিৎসকের ব্যক্তিগত গাড়িতে তার পরিবারের লোকজন যাতায়াত করছেন, বিজিএমইএর দেওয়া অনুমতিপত্রের সাথে গাড়ির নম্বরের মিল নেই, প্রতিষ্ঠানের কর্মী পরিবহনের গাড়ি না হওয়ার পরও বলা হচ্ছে কর্মী পরিবহনে নিয়োজিত, জরুরি সেবার কথা বলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করাসহ নানা বাহানায় রাস্তায় গাড়ি চলাচল করছে। এসব গাড়িকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ, নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

রাস্তায় জটের বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান বলেন, আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। এছাড়া লকডাউনের চতুর্থ দিন। বিগত তিনদিনের তুলনায় আজ  গাড়ির চাপ একটু বেশি। গাড়ির চাপ বেশি থাকলেও আমাদের সদস্যরা কঠোরভাবেই দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া বেশকিছু গাড়ি আমরা ঘুরিয়ে দিয়েছি। কারণ রাস্তায় বের হওয়ার পক্ষে যথাযথ কারণ তাদের ছিল না।

Bootstrap Image Preview