Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কঠোর লকডাউনে বিয়ের আয়োজন বাতিল, ৪০০ অতিথির খাবার খেল দুস্থ-এতিমরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০৭:০২ PM
আপডেট: ০২ জুলাই ২০২১, ০৭:০২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মুন্সিগঞ্জের শ্রীনগরে কঠোর লকডাউনের মধ্যেও বিয়েতে ৪০০ লোকের খাওয়ার আয়োজন চলছিল। বড় করে প্যান্ডেল সাজানো হয়েছিল। অনুষ্ঠানের ৪শ লোকের জন্য রান্না করা খাবার স্থানীয় দুস্থ পরিবার ও এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) উপজেলার পাটাভোট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই বাবুর সঙ্গে একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে বাধন আক্তারের বিয়ের আয়োজন চলছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ জানান, শুক্রবার উপজেলার পাটাভোট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) নজরুল ইসলামের ভাই মো. বাবুর সঙ্গে স্থানীয় মো. শফিকুল ইসলামের মেয়ের বিয়ের আয়োজন করা হয়। দুপুরে ৪শ লোকের মধ্যাহ্নভোজের অনুষ্ঠান হচ্ছিল। দুপুরের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা বন্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, ৪০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু বিয়েটি পূর্ব প্রস্তুতিমূলক তাই সবদিক বিবেচনা করে শুধু ছেলে পক্ষ এসে মেয়েকে নিয়ে চলে যাবে এমন সুযোগ দিয়ে বিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে।

Bootstrap Image Preview