Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমিত পরিসরে বিয়ে করে পুলিশের হাতে ধরা বর-কনে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০৬:৫০ PM
আপডেট: ০২ জুলাই ২০২১, ০৬:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চলছে সাত দিনের কঠোর লকডাউন। এরই মধ্যে সিলেটে অনেকটা নীরবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে সীমিত পরিসরে বরযাত্রী নিয়ে গাড়িতে করে ফিরছিলেন বর-কনে। এ সময়ে পুলিশের হাতে ধরা পড়লেন তারা।

শুক্রবার (২ জুন) বিকেলে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, লাল বেনারসি পরা নববধূকে নিয়ে একটি নোহা মাইক্রোবাসে বসা ছিলেন বর। বর-কনেসহ গাড়িতে ছিলেন মোট ৯ জন যাত্রী।

পুলিশ জানান, লকডাউন ভাঙার কারণ জিজ্ঞেস করলেও সদুত্তর দিতে পারেননি তারা।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় সিদ্ধান্তের জন্য ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করা হয়েছে। 

Bootstrap Image Preview