Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেঁয়াজক্ষেতে গোপনে ৫৫টি গাঁজার গাছের চাষ, কলেজ ছাত্র গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ০৪:৫৭ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০২১, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


রাজশাহীর বাগমারায় পেঁয়াজক্ষেত থেকে ৫৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ওই জমির মালিকের ছেলে সাগর আহম্মেদ (২০) নামের কলেজপড়ুয়া এক ছাত্রকে গ্রেফতারও করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, উপজেলা খুঁজিপুর গ্রামের মাহাবুর তার নিজের পেঁয়াজক্ষেতের ভেতরে গোপনে ৫৫টি গাঁজার গাছ লাগান। পেঁয়াজক্ষেতের আশপাশে পানের বরজ ছিল। মাঝখানে ছিল তার পেঁয়াজের বাগান।

তিনি আরও জানান, গাছগুলো দেখে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনকে জানায়। অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় পুলিশ খুঁজিপুর গ্রামের ওই পেঁয়াজক্ষেতে অভিযান চালায়। পেঁয়াজক্ষেতে গাঁজা গাছ চাষের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ সেগুলো জব্দ করা হয়। পরে জমির মালিক মাহাবুরকে না পেয়ে তার ছেলে সাগরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

মোস্তাক আহম্মেদ দুপুরে বলেন, মাহাবুরের পেঁয়াজক্ষেত থেকে ২৪ কেজি ওজনের ৫৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা মাহাবুর রহমান পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview