Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী দু'দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০২:১০ AM
আপডেট: ২৯ মার্চ ২০২১, ০২:১০ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে এই বজ্রবৃষ্টি হতে পারে।

রোববার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, আগামী দুদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে বেশকিছু দিন পর আজ দেশের তাপমাত্রা কিছুটা কমেছে। এখনও দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঢাকায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, চাঁদপুর, রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Bootstrap Image Preview