Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০৯:০৬ AM
আপডেট: ২৬ মার্চ ২০২১, ০৯:০৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশের বিভিন্ন অঞ্চলে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে। এতে ক্রমেই চৈত্র মাসের দাবদাহ কমতে থাকবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পর্যন্ত উঠেছে তবে বৃহস্পতিবার ৩৮ ডিগ্রির নিচে ছিল। আর ২৮ তারিখের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনকার বৃষ্টি মানেই সঙ্গে ঝড় হবে। তবে বৃষ্টিপাত কোথাও স্থায়ী হবে না। দুই-এক ঘণ্টা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আজ শুক্রবার দেশের খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, নীলফামারী ও সিলেট অঞ্চলে ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Bootstrap Image Preview