Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে ৬ বাংলাদেশি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১২:২৬ PM
আপডেট: ১৯ মার্চ ২০২১, ১২:২৬ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতে জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-নড়াইলের কালিয়া উপজেলার নবগ্রামের নজরুল মোল্লার ছেলে মো. জিনায়েদ মোল্লা (২২), একই উপজেলার পারবিষ্ণপুর গ্রামের সেলিম মোল্লার মেয়ে মোছা. মিম বেগম (১৯), জাফর মোল্লার মেয়ে মোছা. পাপিয়া বেগম (২৭), খুলনার রূপসা উপজেলার তালতলা গ্রামের দুর্লভ ভদ্রের ছেলে বিশ্বজিৎ ভদ্র (৩৫), বিশ্বজিৎ ভদ্রের স্ত্রী শিমু ভদ্র (২৫) এবং তার সন্তান স্মৃতি ভদ্র (৫)।

বিজিবি জানায়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ধোপাখালী সীমান্ত এলাকায় অভিযান চালান। এসময় সীমান্তের ৬৯ নম্বর আন্তর্জাতিক মেইন সীমানা পিলারের ৬ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে শিশুসহ ছয়জনকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাচ্ছিলেন।

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়েরসহ আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।

৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

Bootstrap Image Preview