Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১২:১৯ PM
আপডেট: ১৯ মার্চ ২০২১, ১২:১৯ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বন বিভাগের তদন্তে উঠে এসেছে যে, হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণীটির শুঁড়ের আঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গেলো ১১ মার্চ প্রাণ হারানো ওই ছাত্রের নাম অভিষেক পাল। তিনি রাজধানীর তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ বলেন, ওই ঘটনাটি নিয়ে আমরা অভিষেকের পাঁচ বন্ধু ও সিএনজি অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলেছি। এছাড়া কামাইল্যাছড়ি এলাকার স্থানীয় বাসিন্দার সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়। তারপরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হয়েছি।

তিনি জানান, ওই ছাত্র ১০ মার্চ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বেড়াতে যান। পরদিন সকালে একটি সিএনজি অটোরিকশায় কাপ্তাই থেকে হয়ে রাঙ্গামাটি যাচ্ছিলেন তারা। পথে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় তারা দুটি হাতি দেখতে পান। এরমধ্যে একটি বাচ্চা হাতিও ছিল। হাতি দেখে অভিষেক পালসহ তিনজন অটোরিকশা থেকে নামেন। অভিষেকসহ তিন ছাত্র হাতিটির কাছাকাছি যান। অভিষেক প্রাণীটির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। হঠাৎ হাতিটি চিৎকার শুরু করে। তখন ভয়ে বনের দিকে দৌঁড় দেন অভিষেক।

হাতিটি অভিষেকের পেছন পেছন বনের দিকে যায়। বনের মধ্যে অভিষেককে শুঁড় দিয়ে আঘাত করে। সেখানেই অভিষেকের মৃত্যু হয়। অভিষেকের মুখ ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

Bootstrap Image Preview