Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাতা কুড়ানোর কথা বলে ডেকে শিশুকে বলাৎকারের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৯:০৩ PM
আপডেট: ১৮ মার্চ ২০২১, ০৯:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাতা কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে এক শিশুকে (১১) বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী কিশোর সাগরের (১৭) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের পশ্চিমপাড়ায় একটি কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্র। অভিযুক্ত কিশোর একই এলাকার মৃত রোকনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

শিশুর পরিবার জানান, ঘটনার পর রক্তাক্ত অবস্থায় শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। বিকেল ৫টার দিকে শিশুটিকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটি বলেয়, দুপুরে আমাকে পাতা কুড়ানোর কথা বলে সাগর বাড়ির অদূরে একটি কবরস্থানের পাশে ডেকে নিয়ে যায়। এ সময় আমাকে মুখ চেপে জোরপূর্বক বলাৎকার করে। এ বিষয়ে কোনো কিছু কাউকে জানাতে নিষেধ করে এবং ভয় দেখায়।

শিশুটির মা বলেন, দুপুরে আমার ছেলেকে চুপচাপ থাকতে দেখে আমি জিজ্ঞাসা করলে সে বিস্তারিত জানায়। প্রতিবেশী সাগর পাতা কুড়ানোর কথা বলে ডেকে তার সঙ্গে খারাপ কিছু করেছে। পরে ছেলেকে রক্তাক্ত অবস্থায় বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। আমি এর বিচার চাই।

চুয়াডাঙ্গা সদর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘বলাৎকারের অভিযোগের ভিত্তিতে একটি শিশুকে ভর্তি করা হয়েছে। তবে এখনি প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ডাক্তারি পরীক্ষার পর বোঝা যাবে।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Bootstrap Image Preview