Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মোদীর সফর সামনে রেখে এ অনভিপ্রেত ঘটনায় আমরা দুঃখিত’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৭:০৮ PM
আপডেট: ১৮ মার্চ ২০২১, ০৭:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু ধর্মালবম্বীদের বাড়ি-ঘর মন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত, আমরা পরিষ্কারভাবে বলতে চাই তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করা হচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে এ ধরনের অনভিপ্রেত ঘটনায় আমরা সত্যি দুঃখিত।  

এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে একথা জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, ফেসবুক স্ট্যাটাসের কথা বলা হয়েছে। এর সঙ্গে যে জড়িত তাকে আগেই গ্রেফতার করা হয়েছে। এরপরেও কেন এভাবে অস্ত্রশস্ত্র, লাঠিসোটা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, মন্দিরে হামলা, ভাঙচুর করা হলো। এ ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

Bootstrap Image Preview