Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢামেকের আগুন বৈদ্যুতিক গোলযোগে: স্বাস্থ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ০৫:০২ PM
আপডেট: ১৭ মার্চ ২০২১, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বৈদ্যুতিক গোলযোগের কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নতুন ভবনের তৃতীয় তলার আইসিইউতে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৭ মার্চ) দুপুরে মহাখালীতে অবস্থিত বাংলাদেশ ফিজিশিয়ান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় বুধবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগেই ধোয়াচ্ছন্ন হয়ে যায় পুরো কক্ষ। এ সময় আইসিইউতে থাকা ১৪ জন রোগীকে পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনের সিসিইউ সহ বিভিন্ন ওয়ার্ডে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানান্তর করা ১৪ রোগীর মধ্যে মারা যান তিনজন।

এ সময় করোনা ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কর্তৃপক্ষ।

ডিএমসি পরিচালক জানান, যে তিনজন রোগী মারা গেছেন তাদের সবাই মুমূর্ষু অবস্থায় ছিলেন। আগুনে পুড়ে তাদের কারো মৃত্যু হয়নি বলেও দাবি তার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, 'এ ঘটনায় তিনজন মৃত্যুবরণ করেছেন। কারো অগ্নিদগ্ধের কোনো কারণ ঘটেনি। কোন রোগী আগুনে পুড়ে বা আগুনের ধোয়া থেকে মারা গেছে এমন কোন ঘটনা আমরা দেখিনি। তবে এটা তদন্ত করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।'

এদিকে, পুড়ে যাওয়া আইসিইউ ইউনিট পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই করোনার আইসিইউ ইউনিটের বিছানা, প্রয়োজনীয় কাগজপত্রসহ বহু মূল্যবান জিনিস।

Bootstrap Image Preview