Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুপ্তধন উদ্ধারের ফাঁদ পেতে তরুণীকে গণধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ০৭:৩৪ PM
আপডেট: ১৬ মার্চ ২০২১, ০৭:৩৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দিনাজপুরের হিলিতে গুপ্তধন উদ্ধারের নামে ফাঁদ পেতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে হিলির বড় ডাঙাপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বালিয়াতপুর গ্রামের মমতাজ আলীর ছেলে আব্দুল মোতালেব গুরু (৪০), একই গ্রামের আয়জার রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩২)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গত ৪ মার্চ গুপ্তধন উদ্ধারের নামে ঘোড়াঘাট থেকে মোতালেব ও ইসমাইল হিলির বড় ডাঙাপাড়া গ্রামের একটি বাড়িতে অবস্থান করেন। গুপ্তধন উদ্ধার কাজে একজন তরুণী মেয়ের প্রয়োজন। তাই ৫ হাজার টাকার বিনিময়ে ওই গ্রামের একজন তরুণীকে ঠিক করেন তারা। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে সারারাত পালাক্রমে ধর্ষণ করেন তারা। পরে গতকাল সোমবার ভুক্তভোগী তরুণী কৌশলে অভিযুক্তদের তার নিজের বাসায় এনে আটকে রাখেন।

ওসি ফেরদৌস আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত মোতালেব ও ইসমাইলের পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধারের জন্য ৯৯৯-এ কল দেন। তারা জানতেন না কেন ওই দুজনকে আটকে রাখা হয়েছে। কল পেয়ে হিলির পার্শ্ববর্তী বিরামপুর থানা পুলিশ দুপুরে বড় ডাঙ্গাপাড়া এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে ভুক্তভোগী নারী ও অভিযুক্তদের বক্তব্য শুনে। এরপর মোতালেব ও ইসমাইলকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে হাকিমপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতারকৃতরা গুপ্তধন উদ্ধারের নামে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় তরুণীদের ধর্ষণ করে বেড়াচ্ছিলেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview