Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টার থেকে নেমে যুবকদের লাঠি নিয়ে তাড়ালেন মামুনুল হক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ০৮:৫৫ PM
আপডেট: ১৫ মার্চ ২০২১, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের দিরাই উপজেলায় শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে আসেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ অন্য নেতারা। হেলিকপ্টারটি দিরাইয়ের মজলিসপুর গ্রামে অবতরণ করলে একদল তরুণ ও স্থানীয়রা ব্যাপক ভিড় জমান। তারা ব্যস্ত হন সেলফি তুলতে। আর এতে ক্ষেপে গিয়ে স্বেচ্ছাসেবকের হাত থেকে লাঠি নিয়ে যুবকদের তাড়িয়ে দেন মামুনুল হক।

আজ সোমবার এ ঘটনা ঘটেছে। সেলফি তোলা নিয়ে ক্ষুব্ধ হয়ে সবার উদ্দেশে তিনি বলেন, ‘ইসলামের কথা বলার জন্য আজ দিরাই এসেছি। সেলফি ওঠাতে আসি নাই। বাংলাদেশে টিকটক, সেলফি আর ফেসবুক লাইভ নিয়ে সবাই ব্যস্ত। কেন ভাই? ওইসব ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই? আপনাদের মাথায় কি সমস্যা আছে যে লাইক পাওয়ার জন্য সব জায়গায় সেলফি তুলতে হবে?’

শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।

এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। হেলিকপ্টার থেকে নামার পর ৬০০ জনের স্বেচ্ছাসেবক টিম তাদেরকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যায়।

Bootstrap Image Preview