Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে বছরে সাড়ে ৮ লাখ মানুষের মৃত্যু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ০৮:০০ PM
আপডেট: ১০ মার্চ ২০২১, ০৮:০০ PM

bdmorning Image Preview


দেশে গত বছরে ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জন মানুষের মৃত্যু হয়েছে। যা ২০১৯ সালের তুলনায় ৩১ হাজার ৪১২ জনের মৃত্যু বেশি হয়েছে। বুধবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

তিনি বলেন, ২০১৯ সালে দেশে ৮ লাখ ২২ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়। ২০২০ সালে মৃত্যু হয় ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জন মানুষের মৃত্যু হয়।

ইয়ামিন চৌধুরী বলেন, ২০২০ সালে করোনাভাইরাসে মারা গেছেন ৮ হাজার ২৪৮ জন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৪৭ হাজার ২৫৯ জন এবং ২০২০ সালে ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন। হার্টের অসুখে ২০১৯ সালে ৬৭ হাজার ৭ জন এবং ২০২০ সালে ৪৩ হাজার ২০৪ জন মারা গেছেন।

তিনি আরও বলেন, ২০১৯ সালে ডায়াবেটিক আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৩০ জন এবং ২০২০ সালে ২৫ হাজার ৬ জন। কিডনির অসুখে ২০১৯ সালে ১০ হাজার ৬২২ জন এবং ২০২০ সালে ২৮ হাজার ১৭ জন মারা গেছেন।

এছাড়া ব্রেন স্ট্রোকে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছেন ৪৫ হাজার ৫০২ জন এবং ২০২০ সালে ৮৫ হাজার ৩৬০ জন। স্তন ক্যান্সারে ২০১৯ সালে ১ হাজার ১৮০ জন এবং ২০২০ সালে ৩ হাজার ১১ জন মারা গেছেন বলে জানান ইয়ামিন চৌধুরী।

Bootstrap Image Preview