Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমার ওপর মানুষের আস্থা তৈরিতে আরো প্রচারণা প্রয়োজনঃ প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ০২:১৭ PM
আপডেট: ০১ মার্চ ২০২১, ০২:১৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিমার ওপর মানুষের আস্থা তৈরিতে আরো প্রচারণা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস-২০২১-এর আয়োজনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি যত বেশি শক্তিশালী হবে, বিস্তৃত হবে মানুষের মধ্যে সচেতন হবে বিমার গুরুত্বটাও কিন্তু ততটা বাড়বে। বিমা থেকে সুফলটা পেতে পারে মানুষ এই সচেতনার যথেষ্ট অভাব রয়েছে। আপনারা যারা বিমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নেবেন মানুষের মাঝে সচেতনাটা বৃদ্ধি করা।

শেখ হাসিনা আরও বলেন, আপনারা ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন বিমা সেবার দেওয়ার জন্য, যা মানুষকে আরো সহজ করে দিবে। দেশে স্বাস্থ্য বিমা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি।

Bootstrap Image Preview