Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি রেকর্ড করা হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২১, ০৯:৪৭ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০২১, ০৯:৪৭ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধ, যুদ্ধে যাবার কাহিনী এবং যুদ্ধকালীন স্মৃতি- সেসব বিষয় তাদের কণ্ঠে রেকর্ড করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয়ে গবেষণা গ্রন্থ ‘নৌ-যুদ্ধ একাত্তর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘একাত্তরের রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন, কীভাবে সেই যুদ্ধে গেলেন, যুদ্ধে কী করেছেন, সহযোদ্ধাদের কথা- সব তাদের কণ্ঠেই ধারণ করে রাখবে সরকার। দুই-তিন মাসের মধ্যে ‘বীরদের কণ্ঠে বীরগাথা’ শিরোনামে সেসব বীরত্বের গল্প ধারণ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে একটি কর্মসূচি নিয়েছি ‘বীরের কণ্ঠে বীরগাথা’। জীবিত মুক্তিযোদ্ধার মৌখিক ভাষ্য আমরা ১৫ থেকে ২০ মিনিটে শুনতে চাই, সেটা আর্কাইভে রাখব। যতদিন এই পৃথিবী থাকে ততদিন যেন সংরক্ষিত হয়। আশা করি আমরা আগামী দুই-তিন মাসের মধ্যে রেকর্ড করা শুরু করব। প্রত্যেক ব্যক্তির (বীর মুক্তিযোদ্ধ) বাড়ি বাড়ি গিয়ে রেকর্ড করবে এবং সেগুলো সারাজীবন সংরক্ষিত থাকবে।’

Bootstrap Image Preview