Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরের সেই নবজাতকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


শরীয়তপুরের ভেদরগঞ্জের বঙ্গবন্ধু স্কুলের পাশে পাথরের উপর থেকে উদ্ধার করা সেই নবজাতকের মৃত্যু হয়েছে। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না মেয়ে শিশুটিকে।

রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান সংবাদমাধ্যমকে এই নবজাতকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কুঁডিয়ে পাওয়া পরিচয়হীন শিশুটির দায়িত্ব নিয়েছিলেন জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। তিনি শিশুটির নাম রেখেছিলেন ‘সেতু’।

তিনি জানান, সেতুর শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ডিসেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহম্মেদ খান বলেন, নবজাতক শিশুটি হাইপোথেরিয়া সমস্যায় ভুগছিলো। অর্থাৎ তার শরীরে তাপমাত্রা ছিলো না। তাছাড়া ওজনও কম ছিলো। এ কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview