Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা এক ধরনের প্রহসন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ০৫:১৫ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০, ০৫:১৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা এক ধরনের প্রহসন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন।

বিএনপি কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মসূচি গ্রহণ করা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা ভালো খবর, কিন্তু কর্মসূচি উদযাপনের চেয়ে বিএনপির এখন বেশি প্রয়োজন স্বাধীনতাবিরোধী ও উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের গোপন ও প্রকাশ্য সখ্য থেকে বেরিয়ে আসা।

তিনি আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তাদেরকে সাথে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা এক ধরনের প্রহসন মাত্র।

সেতুমন্ত্রী বলেন, করোনা নতুন করে আবারো প্রাণঘাতী রূপ নিয়ে বিশ্বের কিছু দেশে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এছাড়া লন্ডনসহ বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে। লন্ডন থেকে ঢাকায় আসার ফ্লাইটের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যপী আওয়ামী লীগ সরকারের প্রশংসা করা হচ্ছে, তখন বিএনপি অর্থনীতির উন্নয়ন নিয়ে সংশয় প্রকাশ করছে। বিএনপির এহেন আচরণকে বলা যেতে পারে 'কূলহারা নৌকার মাঝি ও পথহারা পথিকের মতো', যারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতরতা প্রদর্শন করছে।

Bootstrap Image Preview