Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের করা মামলায় স্থায়ী জামিন পেলেন শিপ্রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ০৪:০৩ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০, ০৪:০৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ বছরের আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মাদক মামলায় র‍্যাবের জমা দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছে বাদীপক্ষ। আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে শিপ্রার জামিন স্থায়ী করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় কক্সবাজারের রামুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালত এ আদেশ দেন বলে জানান শিপ্রার পক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু।

গেলো ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় ওইদিন রাতেই কক্সবাজারের হিমছড়ি এলাকাসংলগ্ন নীলিমা রিসোর্টে অভিযান চালিয়ে কিছু পরিমান মাদকদ্রব্য ও কম্পিউটারসহ কয়েকটি ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করে সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে গ্রেপ্তার করে। পরদিন শিপ্রার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রামু থানায় একটি মাদক মামলা দায়ের করে। গেলো ৯ ডিসেম্বর শিপ্রা দেবনাথ কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

আদালত পরবর্তীতে এই মামলা ও সিফাতের মামলায় র‍্যাবকে তদন্ত করার দায়িত্ব দেন। র‍্যাব তদন্ত শেষে গেলো ১৩ ডিসেম্বর সিনহার বোনের মামলায় অভিযোগপত্র দাখিলের পাশাপাশি সিফাতের দুই মামলা ও শিপ্রার এক মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

গেলো ২১ ডিসেম্বর সিনহার বোনের মামলায় অভিযোগপত্রটি আদালত গ্রহণ করার পাশাপাশি সিফাতের দুই মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতি প্রদান করা হয়। কিন্তু বৃহস্পতিবার শিপ্রার মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের নারাজি দেয়ায় পরবর্তী শুনানির দিন ধার্য করে। তবে কত তারিখ শুনানি তা নিশ্চিত হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে।

Bootstrap Image Preview