Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বর্তমান সরকারের পরিণতি আইয়ুব খান, এরশাদের মতো হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ০২:৩৫ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০, ০২:৩৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ ইতিহাস থেকে শিক্ষা না নিলে বর্তমান সরকারের পরিণতি হবে আইয়ুব খান, এরশাদের মতো। জনগণ ফুঁসে উঠছে চতুর্দিক থেকে। জনগণ গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় ভুগছে। এই সরকার দীর্ঘ ১২ বছর ধরে দমন পীড়ন করে গণতন্ত্রকে ধ্বংস করছে। আওয়ামী লীগ চায় দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে। কিন্তু দেশের গণতন্ত্রকামী জনতা একদলীয় শাসনব্যবস্থা কায়েম হতে দেবে না বলে জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

গেলো বছরের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে নুরুল ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনার এক বছর পূর্তিতে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ‘বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল’ শীর্ষক এ কর্মসূচিতে নুরুল সমাপনী বক্তব্য দেন।

‘দেশে সাংবাদিক হত্যা, বুয়েটে আবরার হত্যা, কুমিল্লায় তনু হত্যা, কক্সবাজারে মেজর সিনহা হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে’ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ডাকসু ভবনে হওয়া হামলায় আহত তুহিন ফারাবি, আদিব আরিফ, মশিউর রহমান ও আকরাম হুসাইন বক্তব্য দেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। এরপর কালো পতাকা মিছিল নিয়ে শাহবাগ হয়ে পল্টন মোড়ে গিয়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।

Bootstrap Image Preview