Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, মে ২০২৪ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবরার হত্যা: আদালত বদলের আবেদন খারিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১১:২০ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ১১:২০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২২ আসামির বিচারিক আদালত পরিবর্তন চেয়ে করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে মামলার সাক্ষ্যগ্রহণে আর কোনো বাধা নেই।

আসামিরা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে গত সপ্তাহে আবেদন করেছিলো।

আদালতে আজ আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে আইনজীবী শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলছে হাকিম আদালতে। এ আদালতে শুনানি করতে অনাস্থা এনে হাইকোর্টে আবেদন করেছি। সে আবেদনের শুনানি নিয়ে আদালত উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, আবরার ফাহাদ হত্যা মামলার বেশ কয়কজন আসামি বিচারিক আদালতে স্থানান্তর চেয়েছিলেন। আদালত তা ‘নট প্রেস’ রিজেক্ট করেছেন।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview