Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির জোট সঙ্গীরাই স্বাধীনতাকে মেনে নিতে পারে না : তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:২২ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:২২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


স্বাধীনতার পরাজিত শক্তি অর্থাৎ বিএনপির জোট সঙ্গী জামায়াতে ইসলামের কেউ স্বাধীনতাকে মনেপ্রাণে মেনে নিতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে। তাদের জোটের সঙ্গী হচ্ছে জামায়াতে ইসলাম। এজন্য তাদের কেউ স্বাধীনতাকে মনেপ্রাণে মেনে নিতে পারে না।’

সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলাম দলগতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই নয় আলবদর বাহিনী গঠন করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা তাদের হাতেই তৈরি হয়েছিলো। তারা শুধু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেনি, আমাদের মা-বোনের ইজ্জত লুণ্ঠনেও সহযোগিতা করেছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকের এ দিনে আমি মনে করি, শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই সঠিকভাবে জাতীয় সংগীত গাইতে হবে।’ 

এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview