Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১০:০৬ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ১০:০৬ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে বাড়ির মালিকসহ তিন জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকলে এ দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার এসআই সাইফুর রহমান মুন্সি এ তথ্য জানান।

দগ্ধরা হলেন- বাড়ির মালিক আবদুর রাশিদ (৫০), তার বাড়ির ভাড়াটিয়া তাহামিনা (২৬) ও শরিফুল ইসলাম (২০)।

এসআই সাইফুর রহমান মুন্সি জানান, ওই বাড়ির দোতলার ভাড়াটিয়া ছুটিতে গ্রামের বাড়ি গেছেন। তাদের রুম তালাবদ্ধ ছিল। পাশের রুমের ভাড়াটিয়া শরিফুল বদ্ধ ওই রুম থেকে গ্যাসের গন্ধ পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানায়।

অপর ভাড়াটিয়া তাহমিনাসহ তারা তিন রুমের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গ্যাসের চুলার চাবি বন্ধ করার সময় হঠাৎ আগুন ধরে যায় এবং তারা সামন্য দগ্ধ হয়।

পরে তারা ও আশপাশের লোকজন ডেকে এনে বালিচাপা দিয়ে আগুন নিভিয়ে ফেলে। দগ্ধদের ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, গ্যাসের সিলিন্ডার অক্ষত রয়েছে। সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হয়ে ছড়িয়ে থাকা গ্যাসে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview