Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লুঙ্গি-গেঞ্জি সবই নিয়ে আসছি, জামিন না পেলে ভেতরে চলে যেতামঃ নিক্সন চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ১২:১২ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০, ১২:১২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্বাচন কমিশন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সেই মামলায় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি।

আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিক্সন চৌধুরী বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি। আদালত যা সিদ্ধান্ত দিতেন মাথা পেতে নিতাম। লুঙ্গি-গেঞ্জি সবই নিয়ে আসছি, জামিন না পেলে ভেতরে চলে যেতাম।’

উল্লেখ্য, চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করেছিল ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এই মামলায় উচ্চ আদালতে হাজির হয়ে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন এমপি নিক্সন চৌধুরী।

Bootstrap Image Preview