Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ভাসানচরে যারা স্বেচ্ছায় যেতে চাইবেন, শুধু তাদেরই নেওয়া হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১০:৫১ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০, ১০:৫১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কক্সবাজারের আশ্রয় শিবির থেকে ভাসানচরে যারা স্বেচ্ছায় যেতে চাইবেন, শুধু তাদেরই নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক লাখ রোহিঙ্গাকে পর্যায়ক্রমে ভাসানচরে নেওয়ার প্রক্রিয়া চলছে। অস্থায়ীভাবেই রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয়েছে। এখনও এ বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত পাঠানোই বাংলাদেশ সরকারে মূল লক্ষ্য। নতুন সরকার গঠনের পর প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানামরের সঙ্গে আরেক দফা আলোচনা শুরু করবে বাংলাদেশ।’

মন্ত্রী বলেন, ‘ভাসানচর পরিদর্শনের জন্য জাতিসংঘ আনুষ্ঠানিক কোনও প্রস্তাব কখনোই দেয়নি। তারা চাইলেই যে কোনো সময় সেখানে যেতে পারে, সেই প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের প্রভাব প্রত্যাবাসন কূটনীতিতে পড়বে না।’

এসময় রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে, মিয়ানমার কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়ে জাতিসংঘকে আরও উদ্যোগী ভূমিকা রাখার তিনি আহ্বান জানান।

Bootstrap Image Preview