Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেখতে সুন্দর বলে আমাকে কাজ দেওয়া হয়নি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ০৫:০১ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০, ০৫:০১ PM

bdmorning Image Preview


দেখতে সুন্দর হওয়ার জন্য সিনেমা থেকে বাদ পড়া, কারণ হিসেবে খানিকটা অদ্ভুতই বটে! সম্প্রতি এমন এক অভিযোগই এনেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।শোনা গেছে, গায়ের রঙ শ্যামবর্ণ বলে অনেকে সিনেমা থেকে বাদ পড়েন। কিন্তু দিয়াকে বাদ দেয়া হয়েছে তার গায়ের রঙ ফর্সা বলে।

এই অভিনেত্রীকে নিয়ে প্রকাশ হওয়া এক ফিচারে বলা হয়েছে, দেখতে সুন্দর হওয়ায় শুধু সিনেমা থেকে বাদ পড়া নয়, তিনি নাকি অনেক সময় অসুবিধায়ও পড়েছেন। তিনি যে ধরনের ছবিতে কাজ করতে চেয়েছেন, তার গায়ের রঙের জন্য সেই ধরনের ছবি করতে পারেননি বলে মনে করেন দিয়া। ছোটবেলা থেকেই অভিনয় ভালোবাসতেন। স্কুলে নাটকও করেছেন। এরপর মাত্র ১৯ বছর বয়সে মিস এশিয়া প্যাসিফিকের খেতাব জিতে বলিউডে পা রেখেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পথচলা সম্পর্কে বলতে গিয়ে বলিউড নন্দিনী দিয়া বলেন, ‘যে কোনো ধরনের প্রচলিত ধ্যানধারণা ক্ষতিকর হতে পারে। আমার লুক অনেক সময়ই আমার পেশায় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি চাকরি হারিয়েছি এবং একটি চরিত্রে আমাকে কাস্ট করা হয়নি, কারণ আমি দেখতে সুন্দর। এটা একটা অদ্ভুত ধরনের অসুবিধা।’২০০১ সালে ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। অভিনেত্রী হিসেবে ছাপ না ফেলতে পারলেও পরবর্তীকালে প্রযোজনা এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। অভিনয়কে বিদায় জানাননি দিয়া। তিনি আশাবাদী। আগামী দিনে আরও ভালো কাজ দিয়ে ফিরে আসবেন।

Bootstrap Image Preview