Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিনেতা মনু মুখোপাধ্যায় আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:১৪ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:১৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কলকাতার বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

রবিবার (৬ ডিসেম্বর) নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি। প্রায় দু’মাস ধরে শয্যাশায়ী ছিলেন মনু মুখোপাধ্যায়। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কলকাতা আর্টিস্ট ফোরাম।

তার আসল নাম সৌরেন্দ্রনাথ হলেও, মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। সরকারি চাকরিতেই কেবল তিনি আসল নাম ব্যবহার করতেন। পরে যখন অভিনয়ে আসেন, তখন ডাকনামটাই রয়ে যায়। সিনেমাতেও ওই নামই চলে এসেছে।

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে ছিলেন থিয়েটার কর্মী।

সত্যজিৎ রায় পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ভণ্ড বাবাজী ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

মনুর প্রথম অভিনীত ছবি ‘নীল আকাশের নীচে’। ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই একদিন মনুকে ছবির পরিচালক মৃণাল সেনের কাছে নিয়ে যান। স্মৃতিলেখা বিশ্বাসের সঙ্গে একটা ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন মনু।

Bootstrap Image Preview